মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা এইচ এম এইচ ভি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবীন বরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ । নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, এমপি পত্নি ও উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী লাইলা আরজুমান বানু, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, কাথূলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, আওয়ামীলীগ নেতা ও হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি , গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ,শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
হিন্দা এইচ এম এইচ ভি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, সামীনা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।