গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মরজেম আলীর ছেলে রিপন আলীর ১০ কাঠা জমির বেগুন আবাদের কিছু অংশ কেটে দিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা । ফসল কাটার অভিযোগে ৪/৫ জন স্থানীয়দের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী ওই কৃষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মাঠে স্থানীয় রিপন আলীর দশ কাঠা জমির বেগুন ক্ষেতের কিছু অংশ কেটে দিয়েছে স্থানীয় মাহাম্মদ আলীর ছেলে ছহির উদ্দিন, মহির উদ্দীনের ছেলে রফেজ, নজরুলের ছেলে শাকিল হোসেন ও তাহের উদ্দিন।
সোমবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে রিপন আলীর সাথে প্রতিশোধ নিতেই এমন ফসলের সাথে শত্রুতা করে বেগুন ক্ষেত কেটেছে। মঙ্গলবার সকালে বেগুন এর জমিতে স্থানীয়রা দেখে ক্ষেত মালিক রিপনকে খবর দেয় স্থানীয় কৃষকরা। রিপন আলী জমি দেখে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্থ কৃষক রিপন আলী জানান, তিনি ধার দেনা করে আবাদ করেছিলেন। আশা ছিলো বেগুন বিক্রি করে ধার দেনা পরিশোধ করবেন। কিন্তু তার আবাদ নষ্ট হওয়ায় চরম হতাশায় ভুগছেন তিনি।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান বলেন একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।