গাংনীতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহি অফিসার সেলিম শাহনেওয়াজ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুর রহমান।
বুধবার বেলা বারোটার সময় উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় এসে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে ফুল দিয়ে স্বাগত ও অভিনন্দন জানান ওসি ওবায়দুর রহমান।
এসময় গাংনী উপজেলার আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে গাংনী থানা পুলিশের ভূমিকা ও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তিনি।
উপজেলা নির্বাহি অফিসার সেলিম শাহনেওয়াজ গাংনী উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
মেপ্র/এমএফআর