মেহেরপুরের গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ২ কোটি ১৬ লাখ টাকা ব্যায়ে ৪ প্রকল্পের কাজের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ লটারি ড্র অনুষ্ঠিত হয়। এসময় গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান,এমপি প্রতিনিধি মনিরুজ্জামান আতু উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় লটারিতে অংশগ্রহনকারি বিভিন্ন ঠিকাদার,স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি,সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
প্রকল্পগুলো হচ্ছে,চাদপুর দুলাল নগর চাকলির বিল রাস্তার এইচবিবি করন,বরাদ্দ ৫৪ লাখ ৭১ হাজার টাকা।
গাড়াডোব ইসলামপুর বহিলাপাড়া খাল মুখি রাস্তা এইচবিবি করন,বরাদ্দ ৫৪ লাখ ৯০ হাজার টাকা। গাড়াবাড়িয়া হলদিপাড়া থেকে মাঠমুখি রাস্তার এইচবিবি করন,বরাদ্দ ৫৪ লাখ ৮৪ হাজার টাকা।এবং পিরতলা হাতিমারা রাস্তার এইচ্িববি করন কাজে ব্যায় ধরা হয়েছে ৫৪ লাখ ৭০ হাজার টাকা। খুব শিঘ্রই এ সকল রাস্তার এইচবিবি করন কাজ শুরু হবে। উক্ত রাস্তাগুলি প্রস্ততকরা হলে স্ব-স্ব এলাকার মানুষ উপকৃত হবে।
-নিজস্ব প্রতিনিধি