প্রায় ৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যায়ে গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে।
গাংনী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিতরে আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১ টার সময় মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের নাম ফলক উন্মোচন করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী।
মেহেরপুর জেলা রেজিস্ট্রার (ডিআরও) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রানা, ও ঠিকাদার প্রতিষ্ঠা বাবর এসোসিয়েটের পক্ষে মো: মাহবুব হোসেন।
উল্লেখ্য, ৪ কোটি ৮৫ লাখ টাকা প্রাথমিক ব্যায় ধরা হয়েছে। চার তলা ভবনের ভিত্তিপ্রস্তুর করা হলেও এখন দোতালা পর্যন্ত নির্মিত হবে গাংনী উপজেলা সাব রেজিস্ট্রার ভবণ।