২০২২ সালের মধ্যে দেশে থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৯ বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অবহিত করন সভা অনুীষ্ঠত হয়েছে। আজ রবিবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে
স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রন শাখা এ অবহিত করন সভার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথী ছিলেন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়ামিন।
এসময় গাংনী উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,স্বাস্থ্য সহকারি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন এমডিভি সুপার ভাইজার মুক্তার উদ্্িদন ও একরামুদ্দিন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমটি ইপি আই আব্দুর রশিদ।
অবহিতকরন সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক হলো প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত ভাইরাস জনিত রোগ যাতে মৃত্যু অনিবার্য কিন্তু শতভাগ প্রতিরোধ যোগ্য। কুকুর নিধন নয় ,কুকুরের শরীরে জলাতঙ্ক ভ্যাকসিন প্রযোগের মাধ্যমে দেশ থেকে জলাতঙ্ক নির্মুল সম্ভব। বক্তারা আরো বলেন,শতকরা ৯০ ভাগ এর অধিক ক্ষেত্রে কুকুরের কামড়ে জলাতঙÍ সংত্রমিত হয়ে থাকে । এছাড়া বিড়াল,বেজি,বনবিড়াল,শিয়াল,খেকশিয়াল,বানর ইত্যাদি প্রাণীর কামড়ে বা আচড়ের মাধ্যমে মানুষের দেহে জলাতঙ্ক ছড়াতে পারে। জলাতঙ্ক বিষয়ে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার পরামর্শ দেন স্বাস্থ্য কর্মকর্তারা।
সে লক্ষ্যে মেহেরপুর জেলার গাংনী ও মুজিবনগর উপজেলায় কুকুরের শরীরে ভ্যাকসিন দেয়ার কাজ দ্রত শুরু হবে বলে জানান তারা।
গাংনী প্রতিনিধি: