গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলায় দুই আসামী গ্রেফতার করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে অভিযন চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গাংনী থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় গাংনী, মুজিবনগর ও সদর থানায় পৃথক ঘটনায় তিনটি মামলা এফআইআরভুক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গ্রেফতারকৃতদের আজ বুধবার (২২ জুন) সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।