নানা আয়োজনের মধ্যে দিয়ে গাংনী শহর আওয়ামীলীগ মহান বিজয় দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক্রিতিতে ও পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,সাবেক সংসদ সদস্য মো: মকবুল হোসেন,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,সাবেক মেয়র আহমেদ আলী,আওয়ামীলীগ নেতা রেজাউল হক মাষ্টার,পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন,ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,যুবলীগ সম্পাদক শফি কামাল পলাশ,সাবেক ছাত্রলীগ সভাপতি ইসমাইল হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু,ছাত্রলীগ সভাপতি তৌহিদ হোসেন,সাধারন সম্পাদক বিপ্লব হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
গাংনী প্রতিনিধি,