গাংনী পৌরসভার পারি নিষ্কাশনের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১০ কিলোমিটার ড্রেন নির্মাণের জন্য পরিদর্শনে এসেছেন দেভকন প্রকল্পের কনসালটেন্টসহ তিন সদস্য বিশিষ্ট একটি টিম।
বুধবার বিকেলে ঢাকা থেকে এটিম গাংনী পৌর অঞ্চল পরিদর্শন করেন।
এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী জানান, ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় পৌরবাসী জলাবদ্ধতায় নিমজ্জিত রয়েছেন। অনেকেই ঘর থেকে বের হতে পারছেনা। বাড়ির শিশু নিয়ে বিপদে আছি। ড্রেনেজ ব্যাবস্থা হলে পৌরবাসি দির্ঘদিনের জলাবদ্ধতা থেকে রেহায় পাবে।
গাংনী পৌর মেয়ের আশরাফূল ইসলাম বলেন, বাংলাদেশ মিউনিসিপিলিটি ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রজেক্ট (বিএমডাব্লিউ এসএস পি) এর আওতায় ২০ কোটি টাকা ব্যায়ে পানিনিষ্কাশনের ড্রেন নির্মাণ করা হবে। এর প্রাথমিক টেন্ডারের নিমিত্তে পরিদর্শন টিম টি এসেছেন। এলাকা পরিদর্শন শেষে ড্রেন নির্মাণকালে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবেনা বলে মন্তব্য করেন।
পরিদর্শন টিম লিডার কনসালটেন্ট অফিসার নাজমুল হাসান খান জানান,প্রাথমিক ভাবে এলাকা পরিদর্শন করা হলো এবং এসংক্রান্ত একটি প্রতিবেদন দাখিলের পর একটি সার্ভেয়ার টিম পরিদর্শনে আসবেন।