মেহেরপুরের গাংনী পৌরসভার কাউন্সিলরদের নতুন চেম্বারের উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার দুপুর ২টার দিকে আনুষ্ঠানিক ভাবে উদ্বােধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র আহম্মেদ আলী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেম্বারের উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।