গাংনী প্রেসক্লাবের সাবেক সভাপতি গাংনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রমজান আলীর মাতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহি ইলাহি রাজিউন। )।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গাংনী উপজেলার শহড়াতলা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পুত্র, কন্যা, নাতি,নাতনিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। রাত সাড়ে ১০ টায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
রমজান আলীর মায়ের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন করেছেন মেহেরপুর প্রতিদিনের প্রকাশক ও গাংনী মহিলা ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি এম এ এস ইমন, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দুসহ মেহেরপুরের সাংবাদিকরা।