গাংনী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার মান উন্নয়নে স্টুডেন্ট কাউন্সিল, রোভার স্কাউট, হাজিরা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে কলেজ পরিচালনা পর্ষদ।
আজ মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। কলেজে অধ্যক্ষ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এম এ এস ইমন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপাধাক্ষ নাসির উদ্দিন, প্রভাষক রমজান আলী, সাইফুর রহমান, আসমা আক্তার বানু প্রমুখ।
সভায় স্টুডেন্ট কাউন্সিল সম্পর্কে প্রধান অতিথি বলেন, কলেজের শিক্ষার্থীরা এই কাউন্সিলের মাধ্যমে তাদের পারস্পরিক সম্পর্ক উন্নত করতে পারবে। একই ভাবে তারা কোন সমস্যার সন্মুখিন হচ্ছে কিনা, লেখাপড়া করতে গিয়ে কোন বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, স্কাউটিং সহ নানামুখি সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয় ।