মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় মেহেরপুর সরকারি ডিগ্রী কলেজকে ২-১ গোলে হারিয়ে গাংনী সরকারি ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আন্ত: কলেজ পর্যায়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাংনী সরকারি ডিগ্রি কলেজ দল ২-১ গোলে মেহেরপুর সরকারি কলেজকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় সোলায়মান কর্নার কিক থেকে গোল করে গাংনীকে এগিয়ে নেন। এর ৬ মিনিট পর হোসাইন গোল করে গোলের ব্যবধান দ্বিগুণে পরিণত করেন।
দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় মেহেরপুর সরকারি কলেজের বিজয় পেনাল্টির সাহায্যে গোল করে গোলের ব্যবধান কমান। ডি বক্সের মধ্যে নাহিদকে ফাউল করাই রেফারি ফারহা হোসেন লিটন পেনাল্টি নির্দেশ দেন। খেলা মেহেরপুর সরকারি কলেজের বিজয় সর্বোচ্চ গোলদাতা এবং গাংনী ডিগ্রী কলেজের সোলায়মান সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মো রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মহা: আব্দুস সালাম, সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।