মেহেরপুরর গাংনী উপজেলার হিন্দা গ্রামে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু বরণ কারি আহারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার সকালের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান নিহতের পরিবারের বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়ে নিহত আহারের স্ত্রীর হাতে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়থা প্রদান করেন। পরবর্তিতে নিহত আহারের শিশু সন্তানদেরকেও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
উল্লেখ্য গত শনিবার বিকেলে মাঠ থেকে বাড়ি ফিরে অটোভ্যানে চার্জ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঐ গ্রামের আনিচুর রহমানের ছেলে আহার আলি মৃত্যু বরণ করে।
-গাংনী প্রতিনিধি