গাড়ল পালন করে জিরো থেকে হিরো হয়েছেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা নাস্তিপুর গ্রামের তোতা মিয়া। মাত্র ১ গাড়ল দিয়ে শুরু করে এখন প্রায় ৭০ টি গাড়লের মালিক হয়েছেন।
তোতা মিয়া বলেন, আমার ছেলে ১ টি গাড়ল কিছু দিন লালন পালনের পর বিক্রি করে দিতে চাইলে আমি তা রেখে দিই। কিছুদিন পর আমি আরও একটি গাড়ল সংগ্রহ করে জোড়া করার পর, আল্লাহর রহমতে এখন আমার প্রায় ৭০ টি গাড়ল হয়েছে । আমি ১৫ বছর ধরে গাড়ল পালন করছি। আমি এখন পর্যন্ত মোট ৯ লক্ষ ৫০ হাজার টাকার গাড়ল বিক্রি করছি এবং আরো ৭০ টি মতো গাড়ল আছে আপনারা দেখতে পাচ্ছেন।
রোগ সম্পর্কে তোতা মিয়া বলেন গাড়লের জ্বর, ঠান্ডা, কৃমিসহ কয়েকটি রোগ হয়। সেক্ষেত্রে সঠিকভাবে ডাক্তারের মাধ্যমে ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যায়।
গাড়লের পরিচর্যা সম্পর্কে বলেন, আমি প্রতিদিন সকালে ৯ টার সময় মাঠে এসে চারানো শুরু করি এবং বিকাল ৫ টায় বাসায় নিয়ে চলে যাই । মাঠে উন্মুক্ত স্থানে চরানোর কারণে সবুজ ঘাস খেতে পারছে। ঘুরে ঘুরে সবুজ ঘাস খাওয়ার কারণে গাড়ল সুস্থ থাকার পাশাপাশি আমার খাবার খরচ লাগছে না । খাবার খরচ না থাকায় আমার পুরোটাই লাভ হচ্ছে।
গাড়ল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে জানতে চাইলে তোতা মিয়া জানায় আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন আমি এভাবেই গাড়ল পালন করে যাব। তিনি আরও বলেন আপনারা যারা গাড়ল পালন করবেন, একটু দেখাশোনা করলেই এখান থেকে আপনারা সফলতা পাবেন ইনশাআল্লাহ ।