বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করিয়েছে ভারত। চন্দ্রযান-৩ এর এই মিশনের সাফল্য যুগান্তকারী। প্রায় পঞ্চাশ বছর আগে চাঁদে মানুষ অবতরণ করেছিল।
এখনও চাঁদে অভিযানে সফলতা যুগান্তকারী সাফল্য। এমনিতে ইকুয়েটরের বদলে চাঁদের মেরুতে সফল অভিযান কঠিন। ভারতের আগে চীন, যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন সফলভাবে এই অভিযান পরিচালনা করেছিল। দক্ষিণ মেরুতে ভারতের সফল অভিযানটির গুরুত্ব পুরো বিশ্বই অনুধাবন করতে পারছে। ৯ বিলিয়নের এই ইন্ডাস্ট্রিতে ভারত যে আরেক অগ্রদূত হতে চলেছে তা বোঝাই যাচ্ছে। আর তাদের সফলতার স্বীকৃতি দিতে গুগল ইতোমধ্যে ডুডল প্রকাশ করেছে। গুগল সবসময় বিশেষ কোনো দিন উপলক্ষে ডুডল প্রকাশ করে থাকে। চন্দ্রযান-৩ এর এই সাফল্যও তো বাদ যেতে পারে না।
নতুন এই ডুডলে গুগলের অক্ষরগুলো মহাকাশে ভাসতে দেখা যাচ্ছে। চারদিকে নক্ষত্রের জ্বলজ্বলে ক্যানভাস। আর গুগলের ‘ও’ কে চাঁদের অ্যানিমেশন দেওয়া হয়েছে। এমনকি একটি মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করছে তা-ও অ্যানিমেট করে দেওয়া হয়েছে।
চাঁদের দক্ষিণ মেরু বহুদিন ধরেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। এই অংশে জ্বালানি, পানি ও অক্সিজেন পাওয়া যাবে বলে অনেকে ধারণা করেন। তাছাড়া এখানে মহাকাশযান পাঠানোর মাধ্যমে ভবিষ্যতে মঙ্গল অভিযান করারও সম্ভাবনা সহজতর হবে। গুগল স্বভাবতই এটিকে উদযাপন করবে।
সূত্র: ইত্তেফাক