গুগলের সিইও সুন্দার পিছাই সম্প্রতি ওয়ালস্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গুগল তাদের এআই সার্চ নিয়ে কাজ করছে। এমন পদক্ষেপ নিলে সার্চ ইঞ্জিনের সক্ষমতা আরও অনেকগুণ বৃদ্ধি পাবে।
তবে সাক্ষাৎকারে তিনি এও জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা সার্চ ইঞ্জিনে এআই চ্যাটবট ক্ষতিকর কিছু নয়। যদিও সারাবিশ্বে এআই চ্যাটবট নিয়ে নানা শঙ্কার কথা শোনা যাচ্ছে। তিনি এসব ধারণাকে অমূলক ভাবছেন।
গুগল, মেটা, মাইক্রোসফটসহ বড় টেক জায়ান্টরা ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বাড়াচ্ছে। নতুন ও অভিনব উপায়ে কে কত ভালো করবে তা নিয়ে চলছে প্রতিযোগিতা। গুগল সবসময়ই গ্রাহকের কাছে বেশি জনপ্রিয়। সার্চ ইঞ্জিনে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যায় তাহলে ব্যবহারকারীরা আরও সুবিধা পাবে বলেই বিশ্বাস।
সূত্র: ইত্তেফাক