গুগল অথেনটিকেটরকে ক্রেতারা বহুদিন অনুরোধ করছে গুগল অ্যাকাউন্টে যেন টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড চালু করা হয়। অবশেষে এই চাহিদা পূরণ হতে চলেছে। এখন যে কেউ নতুন ফোনে লগিন করলে অথেনটিকেটর তার নিজস্ব সেটাপ প্রসেস বাদেই কাজ করবে। তারমানে এখন যদি আপনি আপনার ফোন হারান তাহলে পুরনো ফোনের ডাটা খুঁজে পাওয়া আরও জটিল কাজ হয়ে উঠবে।
ক্লাউড সিংকিং এমনিতেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে গুগলই এই বিষয়টিকে ২০১০ সাল থেকে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে। যাহোক, গুগলের ক্লাউড সিংকিং টু-ফ্যাক্টর কোড চালু করতে হলে অথেনটিকেটরের লেটেস্ট ভার্সনটি ইন্সটল করতে হবে।
আপনার নতুন ডিভাইসে কোডগুলো স্বয়ংক্রিয়ভাবেই স্টোর করা থাকবে। অনেকের জন্য এটি একটি স্বস্তির বিষয়। এখন কোড ব্যবহার করা হবে আরও সহজ। অনেক অ্যাপেই অথেনটিকেটর ব্যবহার করা সহজ। এসএমএস কোডের মাধ্যমেই করা যায়। গুগলের ক্ষেত্রেও এই সুবিধাটির জন্য অনেকে অপেক্ষা করছিলেন।
সূত্র: ইত্তেফাক