বড় স্ক্রিন অর্থাৎ ট্যাবলেটে গুগল ফটোজের ইন্টারফেজে আসছে বড় ধরনের পরিবর্তন। আপাতত ট্যাবলেট কিংবা ল্যান্ডস্কেপে এখন অ্যাপটি ব্যবহার করা হলে শুধু বাড়তি অংশই দেখা যায়। তাতে এডিংটিং-এর কোনো সুবিধা হয় না।
সম্প্রতি গুগল নিউজ টেলিগ্রাম চ্যানেল এডিটর কয়েকটি স্ক্রিনশট ও ছবি প্রকাশ করেছে। সেখানে ট্যাবলেট ও বড় স্ক্রিনের স্ক্রিনশট সহজেই চোখে পড়বে। এই স্ক্রিনশটগুলো মূলত ট্যাবলেটে গুগল ফটোজের আপডেট। পুরো ইন্টারফেসেই বদল আনা হয়েছে।
নতুন ইন্টারফেসে এডিটিং এর রসদ স্ক্রিনের পাশে থাকবে। এই মুহূর্তে এডিটিং এর সবকিছু নিচের দিকে আছে। এমনিতে ইন্টারফেস বাদে নতুন কোনো কিছুই যুক্ত হয়নি। গুগল ফটোজের এডিটিং টুলের মধ্যে এনহ্যান্স, ক্রপ, ম্যাজিক ইরেজার, কালার এডজাস্টমেন্ট ব্যাপক জনপ্রিয়। কিন্তু ট্যাবলেটে এতদিন এডিটিং করা বেশ কঠিন ছিল। সেজন্যই নতুন আপডেটটি আনা হয়েছে।
সূত্র: ইত্তেফাক