গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য সুখবর। বর্তমানের তুলনায় আরও সহজে ছবি সম্পাদনার সুযোগ দিতে ‘ম্যাজিক ইরেজার’ টুল যুক্ত করতে যাচ্ছে গুগল। ছবি সম্পাদনার এই টুল কাজে লাগিয়ে ছবিতে থাকা যেকোনো অবাঞ্ছিত ব্যক্তি বা বস্তু সহজেই মুছে ফেলা যাবে। ফলে ভিড়ের মধ্যে ছবি তুললেও নিজের ছবি ভালোভাবে দেখা যাবে।
গুগলের পিক্সেল ফোনে থাকা ছবি সম্পাদনার টুলটি এরই মধ্যে ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে। আর তাই আরও বেশিসংখ্যক ব্যবহারকারীকে টুলটি ব্যবহারের সুযোগ দিতেই গুগল ফটোজে ম্যাজিক ইরেজার টুলটি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। তবে চাইলেই ব্যবহার করা যাবে না টুলটি। গুগলের ক্লাউডভিত্তিক স্টোরেজ সুবিধা ‘গুগল ওয়ান’–এ নিবন্ধন করা ব্যক্তিরাই শুধু টুলটি ব্যবহার করতে পারবেন।
ম্যাজিক ইরেজার টুলটি গুগল ফটোজের টুল অপশনে যুক্ত করা হবে। ফলে ছবি সম্পাদনার সময় সহজেই টুলটি ব্যবহার করা যাবে। বর্তমানে গুগল ফটোজে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) কাজে লাগিয়ে ছবিতে থাকা বিভিন্ন দৃশ্য মুছে ফেলা যায়। টুলটি যুক্ত হলে ছবি থেকে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ছবি ম্যানুয়াল পদ্ধতিতে মুছে ফেলার সুযোগ মিলবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া