রোজার মাসে বাজারদর নিয়ে কমবেশি সবাই চিন্তিত। পকেটের বেহাল দশার কথা ভেবে বাজার করতে গেলে কি কি করা হবে তা নিয়ে ভাবছেন সবাই। কিন্তু রমজানে একটু বুদ্ধি করে বাজার করলে আপনাকে এত চিন্তায় পড়তে হবে না। রোজার আগে বাজার করুন পরিকল্পনা অনুসারে:
প্রথমেই পণ্যের তালিকা করে নিন
রোজার সময় কি কি জিনিস রান্নার ঘরে রাখবেন সেটা বুঝে নিন। রোজায় একেবারে অপ্রয়োজনীয় আইটেম রাখার কথা বাদ দিন। কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। তবে সংকটের সময়ে বরং রোজা সঠিকভাবে পালনের স্বার্থে জরুরি পণ্যের তালিকা করে নিন। তালিকা দেখে বাজার করলে বাড়তি কিছু কেনা হয় না।
বেশি পরিমাণে কিনুন
সংরক্ষণ করার সাপেক্ষে একসঙ্গে বেশি পণ্য কিনুন। বিশেষত ডাল, ইফতারের জন্য বেসন আর চাল এগুলো বেশি কিনে নিন। বাজারে কদিন পরপর দাম বাড়ে। এসব পণ্যের ক্ষেত্রে বেশি নেওয়াই ভালো।
বেসনের ব্যবস্থা অন্যভাবে
বেসনের দাম এ সময় বাড়ে। তাই আপনি বুটের ডাল বা খেসারির ডাল ভাঙিয়ে নিন। বাজারের বেসনে অনেক কিছু মেশানো হয়। তাই নিজেরা বেসন বানিয়ে নিলে কম খরচেই স্বাস্থ্যকর ইফতারের রসদ জোগানো যাবে।
দাম দেখে কিনুন
কোনো পণ্য কেনার সময় ইউনিট প্রাইস দেখে নিন। পণ্যের দাম ও পরিমাণটি দেখা জরুরি। বাজারে অন্য কোনো ব্র্যান্ড আরও সাশ্রয়ী দামে দিচ্ছে কি-না দেখুন। এই তুলনামূলক প্রক্রিয়া আপনার জন্য ভালো হবে।
অনলাইন শপে একটু চোখ রাখুন
অনলাইন শপগুলো নানা অফার দিয়ে থাকে। আবার ফেসবুকে অনেক তাজা পণ্য কমদামে পাওয়া যায়। সেদিকে একটু চোখ রাখুন। অনেক সুবিধাই পাবেন।
ছাড়ের সময় কিনতে পারেন
অনেক সুপারশপে পয়েন্ট অপশন আছে আবার ছাড়ের অফার চালু হয়। এই সুযোগে বিভিন্ন পণ্য কিনে নিন। বাড়তি ছাড়ের বিষয়টি একেবারে এড়িয়ে যাওয়ার নয়।
সূত্র: ইত্তেফাক