মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল প্রতিটি গ্রামকে শহরে পরিণত করা হবে। গ্রামকে শহরে রুপান্তর করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখন গ্রাম গুলোতে কাচা রাস্তা খুজে পাওয়া মুশকিল। দোর গোড়ায় চিকিৎসা সেবা, তথ্য প্রযুক্তি সেবা সহ প্রয়োজনীয় সকল সেবা এখন গ্রাম থেকেই পাচ্ছে জনগণ।
কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি কে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা মুজিবনগর মেহেরপুরের মানুষ। বাংলাদেশের যেকোন জায়গায় আমাদের পরিচয় দিতে গর্ব হয়।
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়ন হচ্ছে না। প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে।
মেহেরপুরের ভৈরব খনন, শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টি নন্দন ভবন নির্মান, বিভিন্ন জায়গায় রাস্তা নির্মান, মেহেরপুর থেকে কুষ্টিয়া পর্যন্ত চার লেন সড়কের অনুমোদন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ তুলে ধরে জনগনকে সরকারের পাশে থাকার আহবান জানান ফরহাদ হোসেন এমপি।
এছাড়াও তিনি বলেন, ভৈরব নদের বাকি অংশ খনন করার কাজ ও মেহেরপুরে রেল সংযোগের কাজ দ্রুত শুরু হবে। আগামী কয়েক বছরের মধ্যে মেহেরপুরে আর কোন কাজ বাকি থাকবে না।
শুক্রবার বিকালে কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রব, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চুন্ন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য আনারুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আরিফুর রহমান, যুবলীগ নেতা সেলিম রেজা প্রমুখ।
মেপ্র/আরপি