মুজিবনগরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বি এন এফ) এর অর্থায়নে এবং পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি এর বাস্তবায়নে, গ্রাম দারিদ্রমুক্ত করণ প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী পশু পালন(গরু, ছাগল, ভেড়া, ভার্মিকম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে মুজিবনগর উপজেলার মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এ সময় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উপপরিচালক কামরুল আলম, মুজিবনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কাজী নজরুল ইসলাম, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রাণি সম্পদ কর্মকর্তা রাশমনি খানম, কৃষি কর্মকর্তা এম এ জি মোস্তোফা রাব্বি। পলাশি পাড়া সমাজ কল্যাণ সমিতির সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী রফিকুল আলম উপস্থিত ছিলেন।
২ দিন ব্যাপী উক্ত কর্মশালায় মোট ৫০ জন উপকারভোগী অংশ নেন।