মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য ৩০ দিনব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্স শুরু হয়েছে।
আজ সোমবার (১১ নভেম্বর) সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য ৩০ দিনব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন করা হয়।
গাংনী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের আয়োজন করে ঢাকা জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি’র জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট। আগামী ১০ ডিসেম্বর প্রশিক্ষণ কোর্সের সমাপ্ত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাংনী উপজেলায় এই ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন করেন, মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ।
ভাচুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের মহাপরিচালক মো: আব্দুল কাইয়ূম।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, কোর্স সমন্বয়ক যথাক্রমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী, এনআইএলজি প্রকল্পের প্রকাশনা কর্মকর্তা আব্দুল জলিল মল্লিক ও আনসার ভিডিপি কর্মকর্তা সাঈদুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন, সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী।
প্রশিক্ষণ কোর্সে গাংনী উপজেলার ৯ টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য অংশ নিয়েছেন।
প্রধান অতিথি সিফাত মেহনাজ বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম পুলিশ সনকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। বর্তমান সরকার দেশের গ্রাম পুলিশ বাহিনীকে আরো আধুনিকায়ন ও চৌকস করতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করার পদক্ষেপ নিয়েছে। এই প্রশিক্ষণ সেই পদক্ষেপের একটি অংশ।
মাসব্যাপী প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি সিফাত মেহনাজ।
শুরুতেই প্রশিক্ষণার্থীদের একটি করে ব্যাগসহ প্রশিক্ষণের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও মাসব্যাপী প্রশিক্ষণে গ্রাম আদালতের ভিত্তি গ্রাম আদালত আইন-২০০৬ (সংশোধিত-২০১৩) ও বিধিমালা-২০১৬ নিয়ে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করা হয়।
এসময় গাংনী উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধানগন ও বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন।