চালুর মাত্র ১০ মাসের মধ্যে নিজেদের গ্রুপ ‘স্টোরিজ’ ফিচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে ‘গ্রুপ স্টোরিজ’। শুধু তা-ই নয়, ফিচারটির আর্কাইভে থাকা ব্যবহারকারীদের সব ছবি বা ভিডিওগুলো স্থায়ীভাবে মুছেও ফেলা হবে। উল্লেখ্য, ফিচারটি কাজে লাগিয়ে নির্দিষ্ট ফেসবুক গ্রুপে কয়েক সেকেন্ডের ভিডিও পোস্টের পাশাপাশি বিভিন্ন মন্তব্য পাঠানো যায়। চাইলে বিভিন্ন ধরনের ডুডল বা ছবিও যুক্ত করার সুযোগ মিলে থাকে। বিনিময় করা ছবি বা ভিডিওগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় শুরুতে বেশ জনপ্রিয়তা পেয়েছিল ফিচারটি। পরে ধীরে ধীরে ব্যবহার কমে যাওয়া ফিচারটি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।
মেপ্র/প্রতিদিন ডেস্ক