ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর কামারপাড়া নামক স্থানে শ্যামলী পরিবহনের একটি বাস উল্টে সড়কের পাশের গর্তে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।
আজ রবিবার (২৪ ডিসেম্বর) ভোরে দিকে এই দুর্ঘটনা ঘটে।
বাসটির সুপারভাইজার জানান, শনিবার রাতে যাত্রী নিয়ে ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসে শ্যামলী পরিবহনের বাসটি। ঘন কুয়াশায় বাসটি ধীরগতিতে আসছিল। কুয়াশা বেশি থাকায় চালক দেখতে না পেয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের কামারপাড়া নামক স্থানে খাদের মধ্যে পড়ে যায়। এ সময় গাড়ির ড্রাইভার, নারী ও শিশুসহ মোট সাতজন আহত হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল এসে উল্টে যাওয়া বাসের মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করে।