চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। বিরাট কোহলির চমৎকার হাফসেঞ্চুরির সাহায্যে অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল ম্যাচে হারিয়ে দিয়েছে ভারত। এই ম্যাচের দিনও মাঠে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তাকে ভিআইপি স্ট্যান্ডে বিরাটকে সমর্থন করতে এবং টিম ইন্ডিয়ার জন্য চিয়ার করতে বারবার দেখা গেছে। তবে ম্যাচের মাঝের একটি মুহূর্তে ঘুমিয়ে পড়েছিলেন অভিনেত্রী। আপাতত সেই ভিডিওই তুমুল ভাইরাল সামাজিক মাধ্যমে।
এক্সে ব্যবহারকারী কিছু নেটিজেন ম্যাচের সময় আনুশকার ঘুমিয়ে পড়ার ভিডিওটি শেয়ার করে নিয়েছেন। সাদা রঙের টপ পরে আনুশকাকে মাথা হেলিয়ে ঘুমিয়ে থাকতে দেখা যাচ্ছে। এক নেটিজেন ক্লিপটি শেয়ার করে লিখেছেন আনুশকা ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা ম্যাচ কি এতটাই বোরিং ছিল?
আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, বেচারি খুব ক্লান্ত। দুটো ছোট বাচ্চা সামলেও ম্যাচ দেখতে এসেছে। তৃতীয়জন লিখেছেন— মনে হচ্ছে অকায় এখনো রাতে ঘুমাতে শুরু করেনি। তাই তো ম্যাচের মাঝে ঘুমিয়ে নিচ্ছেন আনুশকা।
যদিও আবার একাংশ মানতে নারাজ যে, আনুশকা ঘুমিয়েছিলেন। একজন লিখেছেন আরে বাবা প্রার্থনা করছে। এ রকমটা আগেও দেখা গেছে। আরেকজন লিখেছেন— বিরাটের জন্য প্রার্থনা করছে। এভাবে গালে হাত রেখে কে ঘুমায়।
সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত।
উল্লেখ্য, আনুশকা শর্মা ক্যারিয়ার থেকে অনেক দিন ধরেই বিরতি নিয়েছেন। মেয়ে ভামিকার জন্মের পর মাত্র একটা সিনেমাতে কাজ করেছেন, যা ছিল ঝুলন গোস্বামীর বায়োপিক। যদিও সেই সিনেমার কাজ তিনি হাতে নিয়েছিলেন প্রেগন্যান্সির আগেই। তবে নানা জটিলতার কারণে আটকে দেয় ‘চাকদা এক্সপ্রেস’-এর মুক্তি।
আনুশকাকে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’-তে দেখা গিয়েছিল, যেখানে শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফও প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে ছবিটি ব্যর্থ হয়েছিল।
২০২১ সালে জন্ম হয় ভামিকার। এরপর ২০২৪ সালের শুরুতে জন্ম হয় অকায়ের। আপাতত দুই সন্তানেই বেশি ফোকাস আনুশকার। সেভাবে ভারতেও থাকেন না অভিনেত্রী। মাঝে শোনা গিয়েছিল বউ-সন্তান নিয়ে পাকাপাকিভাবে ভারত ছেড়ে লন্ডনে বাস করছেন বিরাট। আজকাল বেশিরভাগ তাদের সেই শহরেই দেখা যায়।
সূত্র: যুগান্তর