পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার ও সংরক্ষনের দায়ে দু’জনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ মহিদুল হক ও মাহামুদুল ইসলাম।
রবিবার দুপুর ১২টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের বজলু চাতালের মালিক আঃ রাজ্জাকের ছেলে বজলুকে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা বব্যবহারের দায়ে ৫ হাজার টাকা ও একই গ্রামের জাকারিয়ার ছেলে রকিবুল ইসলামকে প্লাস্টিকের বস্তা সংরক্ষনের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারগণ জানান প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় পাট পরিদর্শক মহশীন শিকদার উপস্থিৎ ছিলেন।
মেপ্র/আরজেএম
আরো পড়ুন –ঝিনাইদহে কৃষকের ধান বিক্রির চেক ছিনতাইয়ে বাঁধা দেওয়ার বাড়ী-ঘর ভাংচুর