স্ট্রিমিং সার্ভিস হিসেবে নেটফ্লিক্স ব্যাপক জনপ্রিয়। সম্প্রতি নেটফ্লিক্স জানিয়েছে তারা চলতি বছর ৫০টি নতুন গেম আনবে তাদের প্লাটফর্মে। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত তারা যেখানে ২২ টি গেম এনেছে সেখানে চলতি বছরেই ৫০টি গেম আনার খবরটি চমকে দিয়েছে অনেককে।
নেটফ্লিক্স জানিয়েছে, ইতোমধ্যে ৭০টি আলাদা গেমের ডেভেলপমেন্ট চালু আছে। তারা এরমধ্যে ৫০টি এ বছরই নিয়ে আসবে। এরমধ্যে মার্চেই টেরা নিল নামে একটি গেম প্লাটফর্মে চালু করা হবে। এপ্রিলেই তারা অ্যাসাসিন ক্রিড আনবে। এছাড়া আরও কিছু জনপ্রিয় গেম তারা নেটফ্লিক্সেই নিয়ে আসবে। তাদের নতুন এই ঘোষণায় অনেকেই ইতোমধ্যে নেটফ্লিক্সের প্রতি আগ্রহী হয়ে উঠতে শুরু করেছে।
এখনও গেম খেলার সুবিধা শুধু মোবাইল ব্যবহারকারীরা পাবেন। তবে অতি শীঘ্রই তারা কম্পিউটার ও স্মার্ট টিভিতেও গেম খেলার উপযুক্ত অপশন যুক্ত করবেন। কিন্তু স্ট্রিমিং সার্ভিসের গেম যুক্ত করার এ সিদ্ধান্ত ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
সূত্র: গ্যাজেডস ৩৬০