ভোর বিহানে আজান শুনে
খুকু মণি জাগে,
দন্তগুলো ভালো মত
মাজে সবার আগে ৷
খোলা খাবার খায় না খুকু
আছে সবার জানা,
পড়ার সময় খুকুর পাশে
কথা বলা মানা ৷
কারো সাথে খুকু মণির
হয় না গন্ডগোল,
পড়া-লেখায় মনোযোগী
ক্লাসে এক রোল ৷
খুকু মণির হাসি যেন
চাঁদের মুখে ফুল,
শুদ্ধ ভাষায় কথা বলে
হয় না খুকুর তুল ৷