মেহেরপুরের দারিয়া পুরের কৃতিসন্তানের হাত ধরে চালু হতে যাচ্ছে অনলাইন চিকিৎসা ভিত্তিক ওয়েব সাইট ডাক্তারপাড়া ডট কম নামের একটি চিকিৎসা ভিত্তিক অনলাইন সেবা কেন্দ্র।
নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী অনলাইন চিকিৎসা সেবা ও রক্তের সন্ধানে “যশোর মডেল পলিটেকনিক ইনস্টিটিউট” এর ছাত্রের হাত ধরে শুরু হতে যাচ্ছে daktarpara.com ।
উদ্দোক্তা “নাঈম হাসান লিভিন” জানিয়েছেন যে এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন চিকিৎসা সেবাই এগিয়ে যাবে”। এছাড়াও রক্তের জন্য কাউকে হয়রানি হতে হবে না” খুব সহজেই রক্তের সন্ধান দেয়া হবে আমাদের ওয়েবসাইট থেকে”।
পরবর্তীতে একটি অ্যাপস আমরা যুক্ত করবো এবং এতে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে খুব সহজেই মানুষ বিভিন্ন চিকিৎসা সেবা পরামর্শ পেয়ে থাকবেন” চিকিৎসা সেবার সঠিক পরামর্শ ও হয়রানি মুক্ত বাংলাদেশ গড়তে আমার এই উদ্দেশ্য সহজভাবেই কাজে লাগবে”।
” সকল মেডিকেল ও ক্লিনিক আমাদের সাথে যুক্ত হতে daktarpara.com এ ভিজিট করুন।
আরো পড়ুন-সিঙ্গাপুরে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত