ছুটছে সবাই কাজের পিছে
সাত সকালে দলে দলে,
কাঁচি কোদাল কাঁধে নিয়ে
চলছে ছুটে গায়ের বলে।
আমার দেশের চাষী বন্ধু
অর্ধ আহার খেয়ে তারা,
কাজ করে যায় রোদে পুড়ে
অভাব জ্বালায় নিত্য হারা।
এই চাষীরাই ফসল ফলায়
খাদ্য যোগায় সাহেব লোকের,
জানে নাতো দিচ্ছে খাবার
নিজের হাতে বড় জোঁকের।
রোদে পুড়ে বৃষ্টি ভিজে
ফসল ফলায় মাটি খুঁড়ে,
সেই ফলানো ফসল খেয়ে
সাহেব থাকে অনেক দূরে।
ধার ধারে না এই মানুষদের
কেমন আছে মাটির ঘরে,
মরছে নাকি বেঁচে আছে
হঠাৎ আসা মরণ ঝড়ে।