‘ছাত্রজনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক চাই (নিসচা) দিবস পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় নিসচার চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এই দিবসটি পালনসহ র্যালি ও সমাবেশ করা হয়।
এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের কোর্ট মোড় ঘুরে একই স্থানে এসে র্যালি শেষ করা হয়। ওই সময় চুয়াডাঙ্গা নিসচার দিবসটি সফল করতে র্যালিতে অংশনেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। এরপর এই দিবসের র্যালি শেষ করে সংগঠনটির সভাপতি এ্যাড. মানিক আকবরের সভাপতিত্বে সমাবেশ সভা করা হয়।
সভায় বক্তারা বলেন, সড়ক যেন হয় শান্তির, মৃত্যুর নয়। তাই সকলকে সড়কের নিয়ম মেনে চলাচল করতে হবে। সড়কের চলাচলের মোবাইল ফোনে কথা বলা যাবে না। এতে দূর্ঘটনার ঝুকি থাকে। ড্রাইভিং লাইসেন্সবিহীন অদক্ষ চালক, অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তার যে ঝুঁকি তৈরি করে, সড়ক পরিবহন মালিক-শ্রমিক তা উপলব্ধি করে এ থেকে বেরিয়ে আসতে পারলে নিরাপদ সড়কের প্রত্যাশা পূরণ অনেকটাই সহজ হবে। প্রায় তিন দশক আগে এই দিনে বান্দরবানে শুটিংয়ে থাকা স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহানারা কাঞ্চন। সেই থেকে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগান নিয়ে গড়ে তোলেন সামাজিক সংগঠন-নিরাপদ সড়ক চাই (নিসচা)। এই আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৭ সাল থেকে দেশে দিবসটি জাতীয় ভাবে পালন হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা নিরাপদ সড়ক চাই (নিসচার) সাধারন সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি কানিজ সুলতানা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান সেলিম, জামান আখতার, শামিম আহমেদ বিপ্লব, সমাজকল্যান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক তানজিলা মিনি, দপ্তর সম্পাদক শেখ লিটন, সদস্য ইলিয়াস হোসেন, বিজন, মাজেদুল, ওবাইদুল ইসলাম তুহিন সহ অন্যান্যরা।