চুয়াডাঙ্গায় প্রমিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল চারটায় শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে এই ফুটবল খেলায় অংশ গ্রহণ করেন চুয়াডাঙ্গার মহাতাব বিশ্বাস প্রমিলা ফুটবল একাডেমি ও খুলনার এজাজ প্রমিলা ফুটবল একাডেমির এক দল মেয়েরা।
প্রীতি এই ফুটবল খেলায় ২-০ গোলে চুয়াডাঙ্গা দল মহাতাব বিশ্বাস প্রমিলা ফুটবল একাডেমি জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয় খুলনা থেকে আসা এজাজ প্রমিলা ফুটবল একাডেমি।
এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মহাতাব ফুটবল একাডেমি দলের খেলোয়ার বিদিশা । চুয়াডাঙ্গার মহাতাব বিশ্বাস ফুটবল একাডেমি এ প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন। মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খেলা উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, রাখি ইলেকট্রনিকস এর মালিক মাসুদ রানা, চুয়াডাঙ্গা মহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সালাউদ্দিন বিশ্বাস প্রমুখ।
খেলার নির্ধারিত সময়ে চুয়াডাঙ্গা দল খুলনা দলকে ২-০ গোলে পরাজিত করে। এরপর চ্যাম্পিয়ন দল চুয়াডাঙ্গা মহাতাব বিশ্বাস প্রমিলা ফুটবল একাডেমির হাতে বিজয়ী পুরস্কার ট্রফি তুলে দেয়া হয়।