ভবিষ্যতের জন্য দক্ষতার রূপান্তর এই শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় যুব দক্ষতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা সময় চুয়াডাঙ্গা শহরতলীর ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ কাউন্সিলের লিড বাংলাদেশ প্রকল্পের সহযোগিতায় এবং ওয়েব ফাউন্ডেশনের সার্বিক বাস্তবায়নে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিড বাংলাদেশ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল আলম লিটন এর স্বাগত বক্তব্য আলোচনা সভা শুরু হয়।
সভায় চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী শাহেদ জামাল এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহামেদ। এ সময় তিনি বলেন, দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে যুবকদের দক্ষতার কোনো বিকল্প নেই। নিজের জীবনকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতেও প্রতিটি যুবককে দক্ষ হতে হবে।দক্ষতা ছাড়া কেউ কখনো সফলতার মুখ দেখতে পারে নাই। তাই প্রত্যেক যুবকে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
উক্ত আলোচনা সভায় বিভিন্ন স্থান থেকে আগত ৩৫জন যুব উদ্যোক্তা অংশগ্রহণ করেন।