চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদার সাথে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) সকাল দশটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বাহির হয়। র্যালিটি চুয়াডাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। র্যালি পরবর্তী আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন , শিক্ষাই জাতির মেরুদন্ড।আর এই মেরুদন্ড ঠিক রাখার দায়িত্বভার গ্রহণ ও দায়িত্ব পালন করেন শিক্ষকবৃন্দ । প্রতিটি প্রতিষ্ঠানের তাদের ছাত্রছাত্রীদের সর্বোচ্চটা দিয়ে তাদের মানুষের মতো মানুষ করার দায়িত্বটা শিক্ষকদের উপরেই থাকে।
অভিভাবকদের পরেই শিক্ষকের স্থান।একজন শিক্ষককে শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাদের পাঠদান এবং নৈতিকতার শিক্ষা দেওয়ার উপরের গুরুত্ব আরোপ করেন তিনি । এ সময় তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক লাঞ্ছিত ঘটনা খুবই দুঃখজনক। এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রত্যেক শিক্ষককে তাদের ছাত্রছাত্রীদের সাথে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাদের পাঠদান করাতে হবে এবং কোন অপশক্তি শিক্ষার্থীদের উস্কানি না দিতে পারে এই বিষয়ে সজাগ থাকতে হবে ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা আইসিটি) শারমিন আক্তার,চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান , চুয়াডাঙ্গা সরকারি কলেজে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ, সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলা আরা চৌধুরী, চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম সহ চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।