চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এই মাদকবিরোধী অভিযানে চুয়াডাঙ্গায় আয়েশা বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সাড়ে চারটার সময় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ৩০ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আয়েশা বেগমকে তার বাড়ি থেকে আটক করেন।
আটককৃত আয়েশা বেগম (৬০) চুয়াডাঙ্গা জেলা শহরের বড় মসজিদ পাড়ার মৃত মওলা বক্সের স্ত্রী।
এক বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপণ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ৪ টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে আয়েশা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আয়েশা বেগমের শিকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ৩০ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।
পরে আয়েশা বেগমের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত আয়েশা বেগম এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এর আগেও তাকে মাদকসহ আটক করা হয়েছে। তিনি জামিনে মুক্ত হয়ে আবার মাদক ব্যাবসায় শুরু করে। মঙ্গলবার তাকে আটককের পর নিয়মিত মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।