“স্বাস্থ্য সুরক্ষার পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ” প্রতিপাদ্য বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মিম সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে হাত ধোয়া প্রদর্শনী ও হ্যান্ড ওয়াশ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার হোগলডাঙ্গা হাফেজিয়া কাওমি মাদ্রাসা ও লিল্লাহি বোডিং এর ছাত্রদের নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনী ও হ্যান্ড ওয়াশ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উল্লেখ মিম সমাজকল্যাণ সংস্থা একটি সেচ্ছাসেবীমূলক সেবাধর্মী সংগঠন। বিভিন্ন সময়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করে আসছে। মিম সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সাবরিনা ইয়াসমিন মিমের নেতৃত্ব চুয়াডাঙ্গায় ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, গরীব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবাদান, রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও হ্যান্ডওয়াশ বিতরণ কার্যক্রম উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাকিব বিশ্বাস, সংগঠনের সেচ্ছাসেবক ফিরোজ হোসেন, অন্তর রহমান, সাদ হাকিম, মামুন আর রশিদ, মইন আশরাফ সহ সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।