চুয়াডাঙ্গার সদরের দোস্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আখ চাষী সমাবেশ অনুষ্টিত হয়েছে। আজ রবিবার বিকাল ৫ টার দিকে মিলগেট পৃর্ব সাবজোন ১৫ নং ইউনিটে এ আখচাষীদের নিয়ে সমাবেশ অনুষ্টিত হয়।
উক্ত সমাবেশে আখচাষী কল্যান সমিতি ফেডারেশনের সাধারন সম্পাদক আঃ বারির সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানীর ব্যাবস্হাপনা পরিচালক রাব্বিক হাসান।
এ সময় তিনি বলেন আপনারা আখ চাষ করুন আগামীতে আখের মৃল্য আরও বৃদ্ধি করা হবে। আপনারা আখ লাগাবেন এবং সার্বিক সহিযোগিতা করবে কেরু এ্যান্ড কোম্পানি। এ মিল আপনাদের এ মিল টিকে থাকলে আপনাদের অর্থনৈতিক ভাবে সচ্ছলতা আসবে। আগামী অর্থ বছরে আখের মৃল্য টন প্রতি ৬ হাজার ৫ শ টাকা নির্ধারন করা হবে। তিনি আরও বলেন ভাল বীজের আখ লাগাবেন আপনার লাভবান হবেন। এবং পরিস্কার-পরিচ্ছন্ন আখ সরবাহ করবেন। অধিক চিনি আহরনের জন্য পরিস্কার-পরিচ্ছন্ন ও টপট্রাসমুক্ত আখ মিলে সরবরাহ করার আহব্বান জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহাব্যবস্থাপক (কারখানা), সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কৃষি), মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম কৃষি (সম্প্রসারন) মাহাবুবুর রহমান, আরও উপস্থিত ছিলেন, ১৫ নং ইউনিটের প্রায় ১শ আখ চাষী উপস্থিত ছিলেন।