চুয়াডাঙ্গা সদর উপজেলায় সরোজগঞ্জ বাজার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
শনিবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫০০/-( এক হাজার পাঁচশত টাকা মাত্র) অর্থদন্ড প্রদান করেন এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান বলেন স্বাস্থ্যবিধি না মানলে সকলকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে ও জরিমানা করা হবে এবং নয় মাইল পশুহাটের স্বাস্থ্য বিধি পর্যবেক্ষণ করেন এবং সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় করেন মোঃ সোবহান আলী, পেশকার, মোবাইল কোর্ট ও অফিস সহায়ক। জনস্বার্থে এ অভিযান চলতে থাকবে জানিয়েছেন তিনি।