চুয়াডাঙ্গার আড়িয়া গ্রামের প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা হয়েছেন একই গ্রামের যুবক রোকন উদ্দিন। এ ঘটনায় ছেলে ও মেয়ের পরিবার একত্রিত হয়ে দর্শনা থানায় রোকনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬২ আড়িয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে সৌদি প্রবাসি রাজুর সাথে ৪ মাস আগে মোবাইলে বিয়ে হয় একই গ্রামের বিশারতের মেয়ে রুমানা খাতুনের সাথে। স্বামী বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের ফজলুর ছেলে রোকন উদ্দিন পরকিয়া সম্পর্ক গড়ে তোলেন তার সাথে ।
মনদেয়া নেয়ার একপর্যায় গত শনিবার রাতে নগদ ১ লাখ টাকা, তিনভরি সোনার গহনা একটি দামি মোবাইল ফোন নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে তারা।
এদিকে মেয়ের বাবা তার মেয়েকে অপর দিকে ছেলের বাবা তার ছেলের বৌকে ফিরে পেতে রোববার উভয় পরিবার একত্রিত হয়ে অভিযুক্ত রোকনের বিরুদ্ধে দর্শনা থানায় অভিযোগ দায়ের করেছেন।