চুয়াডাঙ্গা জেলার কুলপালা গ্রামের নাসির উদ্দিন (৩৫) দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ায় প্রবাসে থাকতেন।
সে কুলপালা গ্রামের সাকেন সরদার এর ছোট ছেলে। সংসারের অভাবের কারণে ৩-৪ বছর আগে মালয়েশিয়ায় প্রবাসী গিয়েছিলেন যাতে পরিবারের সচ্ছলতা ফিরে আসে। তার পরিবারের তিনি হাল ধরার মতো একজন ছিলেন।
গত শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় মালয়েশিয়ায় কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে নাসিরুদ্দিন মৃত্যুবরণ করেন।
এই মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে তার পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহতের বড় ভাই জুব্বার সরদার জানান যে, পরিবারের অসুবিধার কারণে আমরা তাকে মালয়েশিয়াতে পাঠাই। যাতে পরিবারের সচ্ছলতা ফিরে আসে। দীর্ঘ চার বছর যাবত সে আমাদের পরিবারের হাল ধরে।
তিনি আরো জানান যে মৃত নাসিরুদ্দিনের দুটি কন্যা সন্তান আছে। তাদের বাবার মৃত্যুর কথা তারা কিছুতেই মেনে নিতে পারছে না। তার একটি মেয়ে অষ্টম শ্রেণীতে আরেকটি মেয়ে ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে। পরিবার থেকে জানান মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে লাশ আসতে ২-৩ দিন সময় লাগতে পারে।
-চিৎলা প্রতিনিধি