চুয়াডাঙ্গা ঝাঝরি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনঃবাসনের লক্ষে একক গৃহ নির্মান প্রকল্প কাজ শুরু হয়েছে।
সোমবার বিকালে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনঃবাসনের লক্ষে একক গৃহ নির্মান প্রকল্প কাজের মান এবং অগ্রগতি সন্মন্ধে খোঁজখবর নিতে সরেজমিনে পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
বেগমপুরের ঝাঝরি গ্রামে ভুমিহীন ও গৃহহীন ২০টি পরিবারের বসবাসের জন্য নির্মিত হচ্ছে গৃহ। ঘরের পাশাপাশি থাকবে সুপেয় পানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুত ব্যবস্থা। এই প্রকল্প বাস্তবায়ন হলে অসহায় ভূমিহীন এবং গৃহহীন পরিবারগুলোর স্বপ্ন পূরণ হবে। পাবে মাথা গোজার ঠাই।
এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রসাক (রাজস্ব) শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) মাঝারুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দার সহ আরও অনেকে।
উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনঃবাসনের লক্ষে একক গৃহ নির্মান প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার।