চুয়াডাঙ্গার দর্শনা দামুড়হুদা থানা পুলিশ বিভিন স্থানে অভিযান চালিয়ে ৮ জন জামায়াতের নেতাকর্মিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৭টি বােমা সাদৃশ্য উদ্ধার দাবী করে পুলিশ, গতকাল বুধবার সকাল থেকেই জামায়াতের নেতা কর্মীদের সন্ধানে তাদের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ তল্লাশী চালায় বলে অভিযোগ করে জামায়াতের নেতাকর্মীরা।
এদিকে গতকাল বুধবার বিকালে আটককৃতদের বােমাসহ কোর্টে চালান দেওয়া হয়েছে।
দর্শনা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ গতকাল বুধবার ও আগরদিন গভীর রাতে দর্শনা থানা এলাকার বেশ কয়েকটি গ্রামে অভিযান চালানোহয়। এর মধ্যে দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর গ্রাম থেকে দর্শনা পৌর জামায়াতের সেক্রটারী মােঃ আমজাদ হােসেন, জামায়াত নেতা তানজিল হোসেন, তিতুদহ গ্রাম থেকে নাজমুল হক ও হাফিজুল ইসলাম, নেহালপুর গ্রাম থেকে মসজিদের ইমাম হাফেজ লোকমান হোসেন ও আরাফাত রহমান এবং বেগমপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি মোশারফ হোসেনকে আটক করা হয় ও তাদের কাছ থেকে ৭টি বোমা সাদৃশ্য উদ্ধার করা হয় বলে দাবী করে পুলিশ।
অপর দিকে দামুড়হুদা থানা পুলিশ দুপুরের দিকে নিজ প্রতিষ্ঠান থেকে দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রটারী মাওলানা আব্দুল গফুরকে আটক করে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আটককৃতদের কাছ থেকে ৭টি বোমা সাদৃশ্য উদ্ধার করা হয়েছে,যা নাশকতার কাজ লাগানো হতে পারে বলে খবর ছিল। আটককৃতদের গতকাল বুধবার বিকালে নাশকতা ও বিষ্ফােরক দ্রব্যর মামলায় চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
আটককৃতদের পরিবারের সদস্যরা জানায়, তারা প্রত্যকে নিজ নিজ বাড়ীত ঘুমিয়ে থাকা অবস্থায় পুলিশ তুলে নিয়ে গিয়ে বিষ্ফারকর মামলা সাজিয়েছে। এছাড়াও গতকাল দিনভর পুলিশ জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান আটকের উদ্দশ্য অভিযান চালিয়েছে।