চুয়াডাঙ্গার সদরের দোস্ত বাজারে মেসার্স শেখ ট্রেডার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাসূত্রে জানাগেছে, দোস্ত বাজারের বিশিষ্ট হার্ডওয়ার ব্যাবসায়ী সাহেব আলী প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে চলে যায়। রাতের আধারে দুই চোর সিড়ি ঘর দিয়ে দোতলার ছাদে উঠে এ সব মালামাল চুরি করে। পরে চোরেরা এসব মালামাল অন্য জায়গায় বিক্রি করতে গেলে তারা দুজন ধরা খায়। ঘটনাটি ঘটছে দোস্ত বাজারের শেখ টেডার্সে।
এ দুই চোরের বাড়ি নবগঠিত নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর মল্লিকপাড়ার রুবেল হোসেনের ছেলে হুছাইন (১৭) একই ইউনিয়নের বোয়ালমারী পাড়ার ও উম্মাত আলীর ছেলে লিখন (১৫) চুরি করে। পরে চোরের সন্ধানে নামে সাহেব আলী। চোর শনাক্ত করে বিচার দেয় দোস্ত বাজার কমিটির কাছে। বিচার সালিশে হুছাইন উপস্থিত হলেও লিখন উপস্থিত না হওয়ায় আগামীকাল বুধবার আবার সালিশ বৈঠক বসবে বলে জানিয়েছে দোকান মালিক সাহেব আলী। এ সালিস বৈঠকে কিছু মালামাল উদ্ধার করে বাজার কমিটি।
বাকি মালামাল উদ্ধার করতে পারেনি বলে একটি সুত্র জানিয়েছে। উক্ত দোকান থেকে কলের চাপা ৪ পিচ কলের রড ৮ পিচ কলের ঝাকা ১১ টা, কলের জি আই পাইপ ২৫ টা, গ্যাস সিলিন্ডার ২ টা, হাফ মটর ১টা, বড় মোটর ৩ টা, কোমট ১ টা জি আই ফিটিংস মাল ১ বস্তা, ব্যাসিন ১টা চুরি করে। এতে করে চোরেরা প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। পরে বাজার কমিটির সালিস বৈঠকে চোরের দাদা ও একজনের বাবা উপস্থিত হয়ে এ সব মালামাল ফেরত দেওয়ার কথা বলে।
অভিভাবকের প্রশ্ন এ বয়সে যদি চুরি করে বেড়ায় ভবিষ্যতে এরা বড় ধরনের ঘটনা ঘটাবে বলে ধারনা করছে সাধারন মানুষ।