চুয়াডাঙ্গা জেলার দিননাথপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে বাচ্চু মিয়ার অভিনব কায়দায় ফাঁদ পেতে অর্থ আত্মসাৎ, প্রতারণা করে জমি হাতির নেওয়া সহ একাধিক অভিযোগ উঠেছে । তার ফাঁদে পা দিয়ে অনেক পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।
মাখালডাঙ্গা গ্রামের নয়ন মিয়ার এক বিঘা জমি ক্রয় করতে গিয়ে সুকৌশলে দশ বিঘা জমি রেজিস্ট্রি করিয়ে নেয় বাচ্চু মিয়া।
চুয়াডাঙ্গা দিননাথপুর আব্দুল মান্নানের ছেলে সোহাগ মিয়ার সাথে হাওলাদের টাকা নেওয়ার চুক্তিপত্র দলিল করে বাচ্চু মিয়া জমি কিনে দেবে বলে সুকৌশলে হাতিয়ে নেয় চৌদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। আাঠারো মাসের মধ্যে টাকা দেওয়ার কথা থাকলেও আট বছর পার হলেও এখন পর্যন্ত টাকা পরিশোধ করে নাই বাচ্চু মিয়া । টাকার পরিবর্তে মিথ্যা আশ্বাস দিয়ে জমি দিচ্ছে দিব বলে বছরের পর বছর সময় পার করে আসছেন তিনি।
এই বিষয়ে সোহাগ মিয়া ঢাকার বিজ্ঞ জজ আদালতে একটি প্রতারণার মামলা করেন। মামলাটি রায়ের অপেক্ষায় আছে। অন্যদিকে বাচ্চু মিয়ার নামে অন্য একটি প্রতারণা মামলা রয়েছে মামলা নং ৯৮২/১৮। শুধু সোহাগ মিয়া আর নয়ন মিয়া নয় এমন একাধিক জমি হাতিয়ে নেওয়া প্রতারণা এবং অর্থ আত্মসাতের মামলা চলমান রয়েছে বাচ্চু মিয়ার নামে।