চুয়াডাঙ্গার বেগমমপুর বিলপাড়ায় পেয়ারা বাগানে ছাগল যাওয়াকে কেন্দ্র করে বাড়িতে হামলা চালিয়ে মহিলাসহ ৩ জনকে পিটিয়ে জখম করেছে পেয়ারা বাগানের মালিক ফারুক হোসেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর বিলপাড়ার আনু মিয়ার ছেলে ফারুক হোসেনের পেয়ারাবাগানে মঙ্গলবার বিকাল ৫টার দিকে দিলু ইসলামের ছাগল যায়। এ ঘটনায় ফারুক হোসেন ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে দিলুর বাড়িতে হামলা চালায়।
এসময় বাড়িতে থাকা দিলুর স্ত্রী সাজেদা খাতুন (৩৫), মেয়ে শুকতারা খাতুন (১৬) ও ছেলে সজিবকে (১২) লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করে। তাদের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে পালিয়ে যায় ফারুক ও তার সাঙ্গপাঙ্গরা।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়া হয় বিভিন্ন ক্লিনিকে। আহতদের মধ্যে শুকতার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় দিলু ইসলাম বাদি হয়ে দর্শনা থানায় ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে ফারুক হোসেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।