চুয়াডাঙ্গার ফুরশেদপুর গ্রামে গলায় ফাঁস লাগিয়ে ৬৫ বছর বয়সি এক বৃদ্ধ আত্নহত্যা করেছে। মৃত্যুর আগে নিজ হাতে লিখে গেছেন তার মৃত্যের জন্য কেউ দায়ি নহে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের মৃত ছফর আলী বিশ্বাসের ছেলে ইছাহাক আলী ওরফে মঙ্গল (৬৫) শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে নিজ ঘরে গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
মেয়ে মরিয়ম ঘরের মধ্যে ঢুকে দেখেন গলাই ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুলছে তার বাবা। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বাদ আছর ময়না তদন্ত ছাড়াই লাশের দাফন সম্পন্ন করে পরিবারের লোকজন। এদিকে মৃত্যুর আগে মঙ্গল নিজ হাতে লিখে গেছেন তার মৃত্যুর জন্য কেহ দায়ি নহে।