চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন ৫নং বেগমপুর ইউনিয়নে কোভিড-১৯ করোনা ভাইরাসে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দার। এসময় করোনা ভাইরাসের মহামারী প্রতিরোধে চলমান ১৪ দিনের লকডাউনের ১১তম দিনে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন ৫নং বেগমপুর ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া ৯টি ওয়ার্ডের ২০০টি পরিবারের মাঝে প্রধানমুন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এখাদ্য সামগ্রীর মধ্যে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি মসুরীর ডাউল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ লিঃ সোয়াবিন তৈল ও ১টি হাত ধোয়ার সাবান। এসময় ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেগমপুর ক্লাষ্টার আবু তালেব, উপ-সহকারী কৃষি অফিসার (হিজলগাড়ি ব্লক) আনোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার (দোস্ত ব্লক) রফিকুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক অহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব ফয়জুর রহমান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও ইউপি সদস্য জিল্লুর রহমান জুলমত, আবু সালেহ, কায়েস আলী, আলী কাদের, আমানুল ইসলাম, এরেং আলী, সংরক্ষিত সদস্য আহারন নেসা, হালিমা খাতুন বাবু, নাসিনা বেগম, প্রমুখ।