গতকাল দুপুর এক ঘটিকার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড় বাজারে হঠাৎ পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান।
করোনা মহামারী নিয়ে সারা দেশে সরকারি ভাবে যে লকডাউন পালিত হচ্ছে তা পরিপূর্ণভাবে পালিত না হাওয়াই পুলিশ প্রশাসন তৎপর ভাবে কাজ করছে মাঠে। তারি ধারাবাহিকতাই ভালাইপুর মোড় বাজারে এই অভিযান পরিচালিত হয়। ৩০ থেকে ৪০ জন পুলিশ ও সেনাবাহিনীর সদস্য যৌথভাবে এই অভিযান পরিচালিত করে।
পুলিশ ও সেনাবাহিনী কঠোর ভাবে হুঁশিয়ারি দেয় সকল প্রকার জনসমাগম এড়িয়ে চলতে হবে। শুধুমাত্র ফলের দোকান, ফার্মেসি দোকান, ইফতারি দোকান এইগুলা খোলা থাকবে। আগামী ১০ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সকল প্রকার দোকানপাট খোলা নির্দেশনা দেন।
ভালাইপুর মোড়ের দোকানদার দের সাথে কথা বললে তারা জানান, বছরে দুই ঈদেকে সামনে রেখে আমাদের বেচাকেনা ভালো হয়। এই বছরে করোনা মহামারির কারণে যে লকডাউন পালিত হচ্ছে, তার কারণে আমরা দোকানপাট খুলতে পারছিনা।
এর ফলে আমাদের ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে। আমরা চাই সরকারিভাবে এই লকডাউন দ্রুত প্রত্যাহার করা হোক।